শনিবার রাত ১টায় তুরস্ক-ইতালির ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে ইউরো-২০২০। উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। আজ ইউরোতে থাকছে তিন ম্যাচ। রাত ১টায় বর্তমান বিশ্বের একনম্বর দল বেলজিয়াম লড়বে রাশিয়ার বিপক্ষে। তার আগেই গ্যারেথ বেলের বেলজিয়ামের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। মধ্যরাতে থাকছে তুলনামুলক দুই খর্বশক্তির দলের খেলা, রাত ১০টায় ফিনল্যান্ডকে আতিথ্য দিবে ডেনমার্ক।
ফুটবল বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম। ইউরোপিয়ান ফুটবলে বেলজিয়ানরা মাঠ মাতাচ্ছে নিয়মিত। ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনা বেলজিয়ানদের বড় ভরসা। যদিও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না বেলজিয়াম। ইনজুরি আক্রান্ত ডি ব্রুইনার সঙ্গে রাশিয়ার বিপক্ষে ম্যাচ মিস করবেন উইটসেলও। গ্রুপপর্বের প্রথম ম্যাচে তাই বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজের কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত একটায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। নিজেদের ইউরো যাত্রার শুভ সুচনা করতে জয়ের বিকল্প দেখছে না ২০১৮ বিশ্বকাপ সেমি ফাইনালিস্টরা।
?? We start in Baku with Wales facing Switzerland! ?
Pick 3 teams to win… #EURO2020 | @bookingcom
— UEFA EURO 2020 (@EURO2020) June 12, 2021
রাশিয়া থেকে আজারবাইজান, বেলজিয়াম মাঠে নামার ঘন্টা ছয়েক আগে আজারবাইজানে ইউরো মিশন শুরু করবে গ্যারেথ বেলের ওয়েলস। ইতালির গ্রুপে থাকা ওয়েলস নিশ্চই চাইবে প্রথম ম্যাচটা জিততে। গ্রুপ ‘এ’-তে ওয়েলসের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বাংলাদেশ রাত সাতটায় আজারবাইজানে মুখোমুখি হবে দুদল।
রাতের অন্য ম্যাচে খেলবে গ্রুপ ‘ডি’ এর বাকি দুইদল ডেনমার্ক-ফিনল্যান্ড। রাশিয়ার থেকে তুলনামুলক খর্বশক্তির দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়, স্বাগতিক ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মাঠে নামবে দুদল।