সুইজারল্যান্ডের ‘দ্যা হাউজ অব ইউরোপিয়ান ফুটবল’ এ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র। ২০২০/২১ মৌসুমের ড্র নিয়ে ফুটবল প্রেমীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। বিগ ম্যাচটা অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড এবং এসি মিলান। এবারের ইউরোপা লিগ রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ দিয়ে এগারো বারেরমতো মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং এসি মিলান। আগের দশ সাক্ষাতে দুই জায়ান্টের জয়ের পাল্লা সমান।
গেল মৌসুমেই অ্যাওয়ে ম্যাচে আর্সেনালকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল গ্রিক ক্লাব অলিম্পিওকোস। গ্রিস ইংল্যান্ড শোডাউন, আর্সেনাল অলিম্পিওকোস ফের দেখা হচ্ছে এই মার্চে। হ্যারি কেইনের টটেনহ্যাম খেলতে যাবে ক্রোয়েশিয়ায়, প্রতিপক্ষ ডিনামো জাগ্রেব। ২০০৯ সালে দুই দলের সবশেষ দেখায় হ্যাটট্রিক করেছিলেন হ্যারি কেইন, টটেনহ্যাম হটস্পার জিতেছিল চার গোলে। আরেক ইউক্রেনিয়ান ক্লাব, ডায়নামো কিয়েভও টিকে আছে ইউরোপা লিগ রাউন্ড অফ সিক্সটিনে, প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। আরেক স্প্যানিশ ক্লাব গ্রানাদা যাবে একেবারে উত্তর মেরুতে, ওদের মোকাবেলা নরওয়েজিয়ান ক্লাব মলদের সাথে।
ইতালিয়ান জায়ান্ট রোমার প্রতিপক্ষ শাখতার দোনেৎস্ক। একমাত্র ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামের মুখোমুখি হবে সুইজারল্যান্ডের ইয়াং বয়েজের। ইউরোপার শেষ ম্যাচে লেস্টারকে হারিয়ে আসা স্লাভিয়া প্রাহার প্রতিপক্ষ স্কটিশ জায়ান্ট রেঞ্জার্স। প্রথম লেগের ম্যাচগুলো ১১ই মার্চ। দ্বিতীয় লেগের খেলাগুলো ১৮ই মার্চ।