৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে রোমা

- Advertisement -

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে জোসে মরিনিওর রোমা। ইউরোপা লিগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতে নিজেদরকে ইউরোপা লিগের ‘রাজা’ হিসেবে পরিণিত করেছে সেভিয়া। অন্যদিকে ফাইনালে কখনো হারেনি মরিনিও। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে ইউরোপা লিগে ছয়বার ফাইনাল উঠে ছয়বারই শিরোপা জেতা সেভিয়া নিজেদের রেকর্ড অক্ষুন্ন রাখতে মাঠে নামবে। অন্যদিকে রোমা কোচ মরিনিও নিজের ফাইনালে না হারার রেকর্ড সমৃদ্ধ করতে চাইবেন। দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি ফাইনাল খেলে সবকটিতেই জিতেছেন পর্তুগিজ এই কোচ।

রোমাতে নিজের অভিষেক মৌসুমেই ইউরোপা কনফারেন্স লিগ জিতিয়েছেন মরিনিও। তার অধীনেই ইউরোপা লিগের ফাইনালও নিশ্চিত করেছে রোমা। ইতোমধ্যে রোমা সমর্থকদের মনে জায়গাও করে নিয়েছেন ‘স্পেশাল ওয়ান’।

ফাইনালে নজর থাকবে এই দুজনের উপর

ফাইনাল শুরুর আগে কিছুটা অস্বস্তি রয়েছে রোমা শিবিরে। ইনজুরির কারণে বায়ার লেভারকুসেনের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে পারেনি পাওলো দিবালা। যদিও ম্যাচ শেষে রোমা কোচ বলেছিলেন, ফাইনালে দিবালাকে চোটমুক্ত পেতে সেমিফাইনালের এই ম্যাচে নামানো হয়নি। ফাইনালে খেলবে দিবালা।

ফাইনালের আগে প্রেস কনফারেন্সে এসে শিরোপা জেতার ব্যাপারে কথা বলেছেন মরিনিও। তিনি বলেন, “আমার কী অর্জন হবে, সেদিকে মনোযোগ দিচ্ছি না। শুধু রোমাভক্তদের আনন্দিত দেখতে চাই। এটা এমন একটা শহর, যার জনগোষ্ঠী ফুটবলের জন্যই বাঁচে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img