চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬ এর ড্র সংক্রান্ত বিতর্কে ভুলে যাওয়া যাবে না একই সাথে ইউয়েফা ইউরোপা লিগের রাউন্ড অব ৩২ এর ড্রও অনুষ্ঠিত হয়েছে। যেখানে এখন খেলছে এফসি বার্সেলোনা।
না, ইউরোপা লিগে এমন কোন হাস্যকর ভুল হয়নি, তবে ইউরোপার প্রথম ধাপেই বেশ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব নাপোলিকে।
লা লিগায় বার্সেলোনার অবস্থা এখন খুব সুবিধার না। পয়েন্ট টেবলে তারা আছে আট নম্বরে, অপরদিকে সিরি আ তে নাপোলি আছে চার নম্বরে, আছে ভালো ফর্মেও! সব মিলিয়ে বার্সেলোনার জন্য কাজটি কঠিনই হওয়ার কথা।