১৪ মার্চ ২০২৫, শুক্রবার

ইতিহাস গড়ে অভিষেকেই ‘ট্রিপল’ সেঞ্চুরি

- Advertisement -

বিশ্ব ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির অভিষেকেই ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের সাকিবুল গণি। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে খেলতে নেমে আর কোনো ব্যাটারই ট্রিপল সেঞ্চুরি করতে পারেনি। শুক্রবার রঞ্জি ট্রফিতে কলকাতায় মিজোরামের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে বিহারের হয়ে ক্রিজে নেমেছিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। ৫৬ বাউন্ডারি এবং ২ ছক্কায় সাজানো ইনিংসে ৪০৫ বলে তিনি করেছেন ৩৪১ রান!

 

ডানহাতি এই ব্যাটারের এমন কীর্তিতে ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সাবা করিম নিজের ‘টুইটার’ অ্যাকাউন্টে তাঁর প্রশংসা করে জানিয়েছেন, “ট্রিপল সেঞ্চুরি করা সবসময়ই বিশেষ। অভিষেকে কেউ এটি পেলে তা আরও অসাধারণ হয়ে যায়। বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিবুল গণি। আমি আরও খুশি যে তিনি আমার নিজ রাজ্য বিহার থেকেই এসেছেন।”

 

 

মজার বিষয় হলো, প্রথম শ্রেণির ক্রিকেটে আগের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটিও ছিল একজন ভারতীয় ক্রিকেটারের দখলে। মধ্যপ্রদেশের অজয় রোথেরা ২০১৮ সালে হায়দরাবাদের বিরুদ্ধে একই টুর্নামেন্টে করেছিলেন ২৬৭ রান। আরেক ভারতীয় অমল মজুমদার ১৯৯৪ সালে বোম্বের (বর্তমান মুম্বাই) হয়ে ২৬০ রান করে তৃতীয় স্থানে রয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img