১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

ইনোসেন্ট-রাজার জোড়া শতকে ড্রাইভিং সিটে জিম্বাবুয়ে

- Advertisement -

তিনশোর বেশী লক্ষ্য; প্রথম দুই ওভারেই নেই দুই উইকেট। জিম্বাবুয়ে যখন তাদের তৃতীয় উইকেট হারালো তখন স্বাগতিকদের রান ৬২। তারপর টাইগারদের ছন্দপতন।  ইনোসেন্ট কাইয়া এবং সিকান্দার রাজা দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। প্রতিবেদন লেখা অব্দি জিম্বাবুয়ের রান ৪২.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৬৫।

প্রথম ইনিংসে টপঅর্ডারের চার ব্যাটসম্যানের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে দুই হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ৩০৩ রান। ওপেনিং জুটিতে ১৫৪ বলে ১১৯ রান করেন তামিম-লিটন। আট হাজার রান পূর্ণ করার দিনে তামিম আউট হন ৬২ করে। ফিফটি তুলে নেওয়া আরেক ওপেনার লিটন সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থাকতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। বিজয়ের সাথে করেছিলেন ৪৫ বলে ৫২* রানের জুটি।

এরপর ৩য় উইকেট জুটিতে বিজয় এবং মুশফিক যোগ করেন ৭৬ বলে ৯৬ রান। ৭২ করে বিজয় ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে মুশফিক করেন অপরাজিত ৫২*(৪৯)। শেষদিকে মাহমুদউল্লাহ করেন ১২ বলে অপরাজিত ২০ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img