৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ইপিএলে উলভারহ্যাম্পটনের মুখোমুখি লিভারপুল

- Advertisement -

আন্তর্জাতিক বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। শনিবার মলিনাক্স স্টেডিয়ামে ৫:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

মৌসুমের শুরুটা ভালো করতে পারেনি উলভারহ্যাম্পটন। চার ম্যাচের মধ্যে তিন হারের বিপরীতে জয় একটি। সবশেষ ম্যাচেও ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। অপরদিকে চার ম্যাচে তিন জয় ও এক ড্র করে লিগে এখনো অপরাজিত লিভারপুল। নিজেদের সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

শনিবার উরুর চোটের কারণে মাঠে নামবেন না উলভারহ্যাম্পটনের মিডফিল্ডার জোসেফ হাজ। এছাড়া নতুন কোনো ইনজুরির খবর নেই উলভস শিবিরে। ফিট থাকায় খেলতে পারেন টমি ডয়েল।

অপরদিকে নিউক্যাসলের সাথে জয়ের ম্যাচে লাল কার্ড পাওয়ার পর রেফারির প্রতি অশালীন আচরণের জন্য আরও এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তাকে ছাড়াই উলভসের বিপক্ষে মাঠে নামবে মোহাম্মেদ সালাহরা। ইনজুরির কারণে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে নাও পেতে পারে লিভারপুল। তার জায়গায় ইব্রাহিমা কোনাতে রক্ষণভাগের দায়িত্বে ফিরতে পারেন।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে রাত আটটায় মাঠে নামবে ম্যানচেস্টার সিটি

এই দুই দল ছাড়াও প্রথমদিনে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির মত বড় দলগুলো। এছাড়াও লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। একই দিনে সৌদি প্রো লিগে রয়েছে আল নাসরের ম্যাচ।

উলভারহ্যাম্পটন সম্ভাব্য লাইনআপ: জস সা, নেলসন সেমেডো, ক্রেগ ডসন, ম্যাক্স কিলম্যান, হিউগো বুয়েনো, পাবলো সারাবিয়া, মারিও লেমিনা, জোয়াও গোমেজ, পেদ্রো নেটো, সাসা কালাজজিক ও ফ্যাবিও সিলভা।

লিভারপুল সম্ভাব্য লাইনআপ: আলিসন বেকার, জো গোমেজ, ইব্রাহিমা কোনাতে, জোয়েল মাতিপ, এন্ড্রু রবার্টসন, ডমিনিক সোবোসলাই, ওয়াতারু এন্ডো, কার্টিস জোনস, মোহাম্মদ সালাহ, কোডি গ্যাকপো ও দিয়োগো জোতা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img