২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ইবাদতের ব্যাটে রান, তবুও সেঞ্চুরির দেখা পেলেন না কোহলি!

- Advertisement -

২৬ ইনিংস, ১৫ ম্যাচ, দুই বছর! দিনের হিসেবে ভিরাট কোহলির অপেক্ষা ৭৮০ দিনের! ভারতীয় অধিনায়কের ব্যাটে নেই টেস্ট সেঞ্চুরি। ভাবা যায়? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড হয়ে সাউথ আফ্রিকা! তিন অঙ্কের রানের দেখাটা পাচ্ছেন না কোনো জায়গাতেই। অবশেষে জাগিয়েছিলেন আশা, মনে হচ্ছিলো এই বুঝি ভাগ্যদেবী তাঁকাবে চেয়ে।

মনে আশা জেগেছিল আরও একটা কারণে। শেষবার যখন কোহলি সেঞ্চুরি করেছিলেন সেদিন ব্যাট হাতে রান পেয়েছিলেন ইবাদত হোসেন। এরপর টাইগার পেসারের ব্যাটে রান এসেছে কোহলির সমান ৭৮০ দিন পর। কাকতালীয় হলেও এটাই সত্য। ইবাদত ক্রাইস্টচার্চে চার রান করার পর থেকেই আলোচনায় কোহলির সেঞ্চুরি আসতে পারে প্রসঙ্গ। কিন্তু, শেষ অব্দি তা হয়নি। ভারতীয় অধিনায়ক দলের নবম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন ৭৯ রানে।

ক্যাপটাউনে টসে জিতে ব্যাটিং করা ভারত অলআউট হয়েছে কোহলি ফেরার কয়েক মিনিট পরেই। অধিনায়কের ৭৯, চেতেশ্বর পূজারার ৪৩ এবং রিশভ পান্থের ২৭ রানের ওপর ভর করে সফরকারীদের সংগ্রহ ২২৩ রান। সাউথ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা নিয়েছেন চার উইকেট, মার্কো জানশেন তিনটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img