২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

উইকেটের চিন্তা মাথায় নিয়েই দেশ ছেড়েছে নিউজিল্যান্ড

- Advertisement -

বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ছেড়েছে নিউজিল্যান্ড। মিরপুরের হোম অব ক্রিকেটে স্বাগতিকদের বিপক্ষে ব্ল্যাকক্যাপরা খেলবে পাঁচ টি-টোয়েন্টি। যাত্রা শুরুর আগে ভিডিও বার্তায় কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলস জানিয়েছেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা।

বিমান ধরার আগে কিউই ক্রিকেটাররা

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে প্রতিপক্ষের শক্তির চেয়ে বরং উইকেট নিয়েই কিউইদের চিন্তা বেশী। হেনরির ভাষ্যে সেটা অনেকটা স্পষ্ট।

“ওখানকার (বাংলাদেশ) উইকেট স্পিনসহায়ক তাই খেলাটা কিছুটা চ্যালেঞ্জিং। আপনি যখন ভিন্ন কন্ডিশনে খেলবেন তখনই আপনি চ্যালেঞ্জ নিতে শিখবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রান ছিল একশো ত্রিশের ঘরে। এখানে (নিউজিল্যান্ড) গড় রান ১৮০ তাই মানিয়ে নিতে কিছুটা কষ্টই হবে” – বাংলাদেশ সফর প্রসঙ্গে নিকোলস

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে নিউজিল্যান্ড দলের বাংলাদেশের পৌঁছনোর কথা মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ। এয়ারপোর্ট থেকে তাদের গন্তব্য হবে টিম হোটেল। সেখানেই তিন দিনের আইসোলেশনে থাকবেন ক্রিকেটাররা। তারপরই শুরু হওয়ার কথা অনুশীলন।

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের দলে নেই বিশ্বকাপ দলের কেউ। দ্য হান্ড্রেড শেষ করে ইতোমধ্যেই বাংলাদেশ পৌঁচেছে কিউই দলের দুই সদস্য কলিন ডি গ্র্যান্ডহোম আর ফিন অ্যালেন।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল    

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img