উইজডেন ইন্ডিয়া খেলোয়াড়দের আইসিসি র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে বর্তমান সময়ের সেরা একাদশ তৈরী করার চেষ্টা করেছে। যেই একাদশে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সময়টা ভালোই যাচ্ছে বলতে হয়। অস্ট্রেলিয়া সিরিজে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হলেন, টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারের হারায় যাওয়া মুকুটটা ফিরে পেলেন। আর, এবারে জায়গা করে নিলেন উইজডেন ইন্ডিয়ার বর্তমান সময়ের সেরা একাদশেও।
উইজডেন এই তালিকা তৈরী করতে গিয়ে একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করেছেন। তারা প্রথমে তিন ফর্মেটের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১০০জন খেলোয়াড় বাছাই করেছেন, তারপর তাদের আইসিসি রেটিং পয়েন্ট একসাথে করে সেরা পাঁচজন ব্যাটসম্যান, ব্যাটিং র্যাঙ্কিংয়ে থাকা সেরা উইকেটকিপার, সেরা অলরাউন্ডার এবং সেরা চারজন বোলারকে বেছে নিয়েছেন। সেইসাথে এটাও নিশ্চিত করেছেন, যাতে দলে দুইজন স্পিনার থাকে।
আইসিসির র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করে বানানো বর্তমান সময়ের সেরা একাদশ:
১। রোহিত শর্মা- ভারত টেস্ট র্যাঙ্কিং: ৬ষ্ঠ (৭৬৪ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ৩য় (৮১৭ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ১৯তম (৫৭৭ পয়েন্টস) সর্বমোট রেটিং: ২১৫৮ পয়েন্টস।
২। কুইন্টন ডি কক- সাউথ আফ্রিকা (উইকেটরক্ষক) টেস্ট র্যাঙ্কিং: ৯ম (৭১৭ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ১০ম (৭৫৮ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ১২তম (৬০৯ পয়েন্টস) সর্বমোট রেটিং: ২০৮৪ পয়েন্টস।
৩। কেন উইলিয়ামসন- নিউজিল্যান্ড টেস্ট র্যাঙ্কিং: ১ম (৯০১ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ১১তম (৭৫৪ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ৩৬তম (৫১২ পয়েন্টস) সর্বমোট রেটিং: ২১৬৭ পয়েন্টস।
৪। ভিরাট কোহলি- ভারত টেস্ট র্যাঙ্কিং: ৫ম (৭৯১ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ২য় (৮৪৮ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ৫ম (৭১৭ পয়েন্টস) সর্বমোট রেটিং: ২৩৫৬ পয়েন্টস।
৫। বাবর আজম- পাকিস্তান টেস্ট র্যাঙ্কিং: ১০ম (৭১৪ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ১ম (৮৭৩ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ২য় (৮১৯ পয়েন্টস) সর্বমোট রেটিং: ২৪০৬ পয়েন্টস।
৬। স্টিভ স্মিথ – অস্ট্রেলিয়া টেস্ট র্যাঙ্কিং: ২য় (৮৯১ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ১৭তম (৭০৭ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ৯৭তম (৩৫২ পয়েন্টস) সর্বমোট রেটিং: ১৯৫২ পয়েন্টস।
৭। সাকিব আল হাসান- বাংলাদেশ (অলরাউন্ডার) টেস্ট র্যাঙ্কিং: ৫ম (৩৩৪ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ১ম (৪১৬ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ১ম (২৮৬ পয়েন্টস) সর্বমোট রেটিং: ১০৩৬ পয়েন্টস।
৮। প্যাট কামিন্স- অস্ট্রেলিয়া টেস্ট র্যাঙ্কিং: ১ম (৯০৮ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ১০ম (৬৪৬ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ৮০তম (৪০৩ পয়েন্টস) সর্বমোট রেটিং: ১৯৫৭ পয়েন্টস।
৯। রশিদ খান- আফগানিস্তান টেস্ট র্যাঙ্কিং: ৩৩তম (৫৪৩ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ১৪তম (৬২৬ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ৩য় (৭১৯ পয়েন্টস) সর্বমোট রেটিং: ১৮৮৮ পয়েন্টস।
১০। টিম সাউদি- নিউজিল্যান্ড টেস্ট র্যাঙ্কিং: ৩য় (৮২৪ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ৪১তম (৫০০ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ৬ষ্ঠ (৮১৯ পয়েন্টস) সর্বমোট রেটিং: ১৯৯৩ পয়েন্টস।
১১। জস হ্যাজলউড- অস্ট্রেলিয়া টেস্ট র্যাঙ্কিং: ৪র্থ (৮১৬ পয়েন্টস), ওডিয়াই র্যাঙ্কিং: ৭ম (৬৬০ পয়েন্টস), টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ৩৪তম (৫০২ পয়েন্টস) সর্বমোট রেটিং: ১৯৭৮ পয়েন্টস।
তিন ফরম্যাটেই সেরা দশের মধ্যে থাকা একমাত্র অলরাউন্ডার বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তাকে বেছে নিতে তাই বেগ পেতে হয়নি উইজডেন ইন্ডিয়াকে। দলে জায়গা হতে পারতো জো রুটেরও, কিন্তু টি-টোয়েন্টিতে না খেলার কারণে সর্বমোট রেটিংয়ে তিনি বেশ পিছিয়ে। দলের দ্বিতীয় স্পিনার হিসেবে রশিদ খানকে নেয়া না হলে জায়গা পেতে পারতেন জাসপ্রিত বুমরাহ বা ট্রেন্ট বোল্ট।