৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

উইন্ডিজদের টি-টোয়েন্টি অধিনায়ক পুরান; ওয়ানডেতে হোপ

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁধানো হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো সেরে না উঠায় পাকিস্তান সফরে আসতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক কিরন পোলার্ড। তার অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভার উঠতে যাচ্ছে তরুণ নিকোলাস পুরানের কাঁধে, আর ওয়ানডে অধিনায়কত্ব করবেন শাই হোপ।

এদের কেউই নতুন অধিনায়ক নন। শাই হোপ ২০১৯ সালে ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন। পুরান এইবছর অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতিয়েছেন।

ওয়ানডে অধিনায়কত্ব আবারো শাই হোপের কাঁধে

পোলার্ডের জায়গায় টি-টোয়েন্টিতে নেওয়া হয়েছে আরেক বিধ্বংসী ব্যাটিং অলরাউন্ডার রভমান পাওয়েলকে। ওয়ানডে নেওয়া হয়েছে ৩২ বছর বয়সী ডেভন থমাসকে। ২০১৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন থমাস।

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান সফর করছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলঃ

শাই হোপ (অধিনায়ক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুদাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলঃ

নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, ব্র্যান্ডন কিং, আকিল হোসেন, কাইল মায়ার্স, গুদাকেশ মোটি, রভমান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ওশেন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img