১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

উইমেন্স বিবিএলের শিরোপা থান্ডার্সের ঘরে

- Advertisement -

পাঁচ বছর আগে উইমেন্স বিগ ব্যাশ লিগের প্রথম আসরের শিরোপা জিতেছিল সিডনি থান্ডার্স। পাঁচ বছর পর আবার সেরার মুকুট পরল দলটি। এখন পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়া মেলবোর্ন স্টার্সকে ঘরের মাঠে তারা হারিয়েছে ৭ উইকেটে।

শনিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মেলবোর্ন। তবে ইনিংসের শুরু থেকেই তারা ছিল বিপদে। পুরো ২০ ওভার খেলে তারা রান করেছে কেবল ৮৬। সর্বোচ্চ ২২ রান এসেছে ক্যাথরিন ব্রান্টের ব্যাট থেকে।

ছোট রানের লক্ষ্য টপকাতে থান্ডার্সের সময় লেগেছে ১৩ দশমিক ৪ ওভার। ১২ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা থান্ডার্সের শাবনিম ইসমাইল।

উইমেন্স বিগ ব্যাশের ছয় আসরে সমান দুইবার করে শিরোপা গেছে সিডনি থান্ডার্স, ব্রিসবেন হিট ও সিডনি সিক্সার্সের ঘরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img