বিশ্বকাপে যোগ দিয়েছিলেন পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে। ভারনন ফিল্যান্ডারের সেই যাত্রারই সমাপ্তি হয়েছে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের মধ্য দিয়ে। সাউথ আফ্রিকায় করোনার প্রকোপ বাড়ার কারণে চতুর্থ দিন শেষেই ফিরেছেন দেশে। মঙ্গলবার টুইটারে জানালেন আবেগঘন অনুভূতি, সেটাও উর্দুতে।
“টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে লাহোরে শুরু, তারপর পাকিস্তান ক্রিকেট দলের সাথে পেরিয়ে গেছে দুই মাস। কি দুর্দান্ত সময়!”
آئی سی سی مینز ٹی ٹونٹی ورلڈ کپ سے قبل لاہور سے شروع ہونے والا میرا پاکستان کرکٹ ٹیم کے ساتھ گزرا دو ماہ کا عرصہ نہایت شاندار رہا.
اس دوران تمام کھلاڑیوں نے بہترین رسپانس دیا اور ٹیم منیجمنٹ نے میری بہت حوصلہ افزائی کی.
آپ سب کی محبت کا شکریہ. pic.twitter.com/vnpVgJVv5X
— Vernon Philander (@VDP_24) November 30, 2021
এরপরেই সকলকে ধন্যবাদ জানিয়ে সাউথ আফ্রিকার সাবেক পেসার লিখেছেন, “ম্যানেজমেন্ট যেভাবে আমায় অনুপ্রাণিত করেছে আর খেলোয়াড়েরা যেভাবে আমায় সঙ্গ দিয়ে গেছে, এক কথায় অসাধারণ। সবাইকেই ধন্যবাদ, আমাকে এত ভালোবাসার জন্য।”