১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

ঋতুর ‘৩’, ভারতের ‘২২৯’

- Advertisement -

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইয়াস্তিকা ভাটিয়ার ৫০ এবং শেফালি ভার্মার ৪২ রানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২২৯। বাংলাদেশের হয়ে ঋতু মনি পেয়েছেন ৩টি উইকেট।

হ্যামিল্টনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মার দারুণ শুরু এনে দেন। এই দুই ব্যাটার মিলে গড়েন ৭৪ রানের জুটি। তবে, নাহিদার বলে ব্যক্তিগত ৩০ রানে স্মৃতি আউট হওয়ার পরপরই ভারতীয় শিবিরে ঘটে বিপর্যয়। দলীয় ৭৪ রানের সাথে আর কোনো রান যোগ না করেই ফিরে যান আরো দুই ব্যাটার। এরপর পূজা ভাস্ত্রাকারের ৩০, রিচা ঘোষের ২৬ এবং স্নেহ রানার ২৭ রানের ইনিংসে ভর করে তাদের ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২২৯ রান।

বাংলাদেশের হয়ে ঋতু মনির ৩ উইকেট ছাড়াও নাহিদা আক্তার পেয়েছেন ২টি উইকেট। জাহানারা আলম নিয়েছেন ১টি উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img