এক, দুই, তিন, চার, পাঁচ; টানা পাঁচ টি-টোয়েন্টি হেরে ভারতের কাছে হোয়াইটওয়াশড বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই পাঁচ ম্যাচে জয় তো দূর সামান্য লড়াইও করতে পারেনি জ্যোতির দল। সিলেটে শেষ টি-টোয়েন্টিতে ২১ রানে হেরেছে তারা। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ তুলতে পেরেছে জ্যোতি-রিতুরা।
টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় সফররতরা। দলীয় ২৫ রানে শেফালি ভার্মা ফিরলেও পাওয়ারপ্লেতে ৫১ রান তুলে নেয় তারা। ভারতের পক্ষে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেন দায়ালান হেমলতা। স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বলে ৩৩ রান। ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে ভারত। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান আর নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট।
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। রিতু মনি (৩৩ বলে ৩৭) আর শরীফা খাতুন (২১ বলে ২৮) লড়াই করলেও লাভ হয়নি। ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে পেরেছে জ্যোতির দল।