মঙ্গলবার মাউন্ট মাউঙ্গানুইতে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে চলমান টেস্টে বিশাল ব্যাটিং রেকর্ড গড়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ১৭৬.২ ওভার পর্যন্ত ব্যাট করে ২০১০ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী দল হিসেবে সবচেয়ে বেশি ওভার ব্যাটিং করার রেকর্ড গড়লো বাংলাদেশ।
প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ১৭৬.২ ওভার ব্যাটিং করে ৪৫৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ ।ফলে ১৩০ রানের লিড নেয় টাইগাররা। ২০১০ সালের পর নিউজিল্যান্ডে সফরকারী আর কোনো দল এক ইনিংসে এতো বেশি ওভার ব্যাটিংয়ে টিকে থাকতে পারেনি। সর্বশেষ, ২০১৩ সালে অ্যালিস্টার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল ডানেডিনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭০ ওভার ব্যাট করার পরে ৬ উইকেটে ৪২১ রান করেছিলো।
এই প্রতিবেদন লেখা অব্দি, দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪১ রান। বাংলাদেশের পক্ষে ১৪ ওভারে ৩৭ রান দিয়ে ইবাদত হোসেন ৪টি উইকেট পেয়েছেন। অপরদিকে, তাসকিন আহমেদ পেয়েছেন ১টি উইকেট।