টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা সময় পার করছে পাকিস্তান দল। সেই দলেরই এক ‘বুড়ো ঘোড়া’ শোয়েব মালিক। বলা হয়ে থাকে, টি-টোয়েন্টি নাকি তরুণদের খেলা। তবুও, নিজের জাতটা ঠিকই চিনিয়েছিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম ফিফটি করে। বয়সটা চল্লিশ ছুঁইছুঁই। জাতীয় দলেও আছেন আসা-যাওয়ার মধ্যে। তবে, এখনই ‘টি-টোয়েন্টিকে’ বিদায় বলতে নারাজ অভিজ্ঞ এই ক্রিকেটার।
“আমি খুব ভালো করেই জানি যে, এটি আমার পেশীগুলিকে বিশ্রাম দেয়ার সঠিক সময় ছিলো। তবুও খেলে যাচ্ছি”-‘দ্য নেশন’কে দেয়া এক সাক্ষাৎকারে শোয়েব
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে দ্রুততম ফিফটিসহ ১০০ রান সংগ্রহ করলেও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনো রান খরায় ছিলেন শোয়েব। সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে ডাক পাননি এই অলরাউন্ডার।
এখন দেখার বিষয়, বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আর কতোদিন টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে যাবেন তিনি নাকি তরুণ ক্রিকেটারদের ভিড়ে দলে আর জায়গাই পাবেন না অভিজ্ঞ এই ক্রিকেটার!