সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন রিশাদ হোসেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা কাটিয়েছেন স্বপ্নের মতো। তাতে করেই রিশাদকে অনেকেই দেখছেন জাতীয় টেস্ট দলে। তবে তাদের কাতারে নন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখনই এই লেগ স্পিনারকে লাল বলের ক্রিকেটে দেখছেন না টাইগার অধিনায়ক।
সামনেই বাংলাদেশের পাকিস্তান সফরে। সেখানে শান মাসুদদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সাদা বলে দুর্দান্ত ফর্মে থাকা রিশাদকে টেস্টেও বিবেচনা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, “আমার মনে হয় না রিশাদ এই মুহুর্তে টেস্টের জন্য পুরোপুরি প্রস্তুত”
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে রিশাদ ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের ঘুম হারাম করেছিলেন লেগ স্পিন ভেলকিতে। রিশাদের এমন উন্নতিতে সে সময় বেশ প্রশংসায় ভাসেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তবে রিশাদকে এককভাবে কৃতিত্ব দিতে চান না বাংলাদেশের অধিনায়ক শান্ত।
তিনি বলেন, “উনি খুবই ভালো কাজ করেছেন। কিন্তু আমি শুধুমাত্র মুশতাক আহমেদকে কৃতিত্ব দিতে চাই না”
মূলত রিশাদের উন্নতিতে শান্ত দেশীয় কোচদেরও কৃতিত্ব দিতে চেয়েছেন। মুশতাক টি-টোয়েন্টি বিশ্বকাপের একটু আগে থেকে জাতীয় দলের স্পিনারদের সাথে কাজ করেছেন। তার আগে রিশাদের মতো স্পিনারদের নিয়ে কাজ করেছেন দেশীয় কোচরাই। তাই শুধুমাত্র মুশতাককে ক্রেডিট দিতে রাজি নন শান্ত।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে ভালো পারফর্ম্যান্স আশা করছেন শান্ত। টাইগার এ অধিনায়ক মনে করেন, অভিজ্ঞরা ভালো করলেই ভালো করবে বাংলাদেশ।