১৫ মার্চ ২০২৫, শনিবার

‘এতো অসহায়ত্ব নিয়ে আমি চলাফেরা করি না’

- Advertisement -

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা এবং দৃঢ় মনোবলসম্পন্ন ক্রিকেটার কে? প্রশ্নটা শুনে চট করেই মাথায় যে নামটা সবচেয়ে বেশি ঘুরপাক খাওয়ার কথা, সেই নামটা ‘সাকিব আল হাসান’। বহুবার দলকে টেনে তুলেছেন খাঁদের কিনারা থেকে। অলরাউন্ড পারফরম্যান্সের সাথে সাকিবের ক্ষুরধারসম্পন্ন মস্তিকের কারণে বিশ্ব ক্রিকেটেই তিনি আলচিত।

অ্যান্টিগা টেস্টের প্রথন ইনিংসে সাকিব করেছেন সর্বোচ্চ ৫১ রান

টেস্টে বাংলাদেশের দুর্দশার দিনে নতুন করে তৃতীয় দফায় দলের অধিনায়কত্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষে দলের ব্যাটারদের খেলার ধরন নিয়ে সাকিবের আছে বিস্তর অভিযোগ, আছে অনেকটা আক্ষেপ। তবে, এতো তাড়াতাড়িই হতাশ হয়ে ভেঙ্গে পড়তে রাজি নন তিনি, নিজের কাজটাই ঠিকঠাক করে যেতে চান। ঠিক যেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’।

“এতো অসহায়ত্ব নিয়ে আমি আসলে চলাফেরা করি না। জীবনের অনেক সময় পার করেছি ক্রিকেট নিয়ে, এখন আর এগুলো নিয়ে ভাবার সময় নাই। মাঠে সবাইকে মোটিভেট করার কাজ আমার। সে জায়গা থেকে আমি যথেষ্ট করি”-‘অলরাউন্ডার’কে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব 

টেস্টের প্রথম দিন শেষে নিজের অনুভূতি এবং এই টেস্ট ঘিরে নিজস্ব চিন্তা-ভাবনা সম্পর্কে তিনি জানান, “যদিও এটা একটা টিম গেম, তবে প্রত্যেকে একসাথে হলেই কিন্তু টিম গেমটা হবে। আবার প্রত্যেকে আলাদা আলাদা হলে এটা হবে না। সেদিক থেকে আমার খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই, আবার আমি জিতে গেলেও খুব বেশি উত্তেজনা দেখাব না।”  

দ্বিতীয় দিন টাইগারদের নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় সাকিব

দ্বিতীয় দিন আবারো নতুন করে শুরু করার আশা ব্যক্ত করেছেন এই অধিনায়ক। দ্বিতীয় দিন দলের পরিকল্পনা নিয়ে জানান, “আমাদের দলের দুইটা অপশন আছে। একটা হচ্ছে, ওদের (ওয়েস্ট ইন্ডিজ) ছেড়ে দিয়ে যতো রান ইচ্ছা ততো রান করতে দেয়া, তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে আমাদের খেলা শেষ হয়ে গেল। আর একটা হচ্ছে আমরা চেষ্টা করলাম, যদি ওদেরকে একশো-দেড়শো/দুইশো এমনকি আড়াইশোর মধ্যে অলআউট করতে পারি এবং পরের ইনিংসে যদি ভালো ব্যাটিং করতে পারি। শেষ ইনিংসে কী হবে তা তো আমরা জানি না। প্রতিদিনই নতুন একটা দিন।”     

তিনি আরো বলেন, “দ্বিতীয় দিনের প্রথম দুই ঘণ্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের যদি ভাগ্য ভালো থাকে, দ্রুত দুই-তিনটা উইকেট নিতে পারি তাহলে আবারো আমরা খেলায় ফিরে আসব। আমরা চেষ্টা করব, চেষ্টার চেয়ে আর বেশি কিছু করার নাই। চেষ্টা না করেও কিছু করার নাই। শুরু থেকেই শুরু করতে হবে।”     

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img