এফএ কাপের সেমিফাইনালে চেলসির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১০:১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
চলমান মৌসুমে ট্রেবল জয়ের সুযোগ ছিল ম্যানসিটির সামনে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লস রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে সিটিজেনরা। তবে এফএ কাপ ও প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা আছে পেপ গার্দিওলার দলের সামনে। তাই চেলসির বিপক্ষে ম্যাচটি সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কাছে হারের ক্ষতে প্রলেপ দিতে হলেও।
চেলসির বিপক্ষে অতীত পরিসংখ্যান কথা বলছে ম্যানসিটির হয়ে। সব ধরণের প্রতিযোগিতায় দুই দলের শেষ আটবারের দেখায় অপরাজিত সিটিজেনরা। ৬ জয়ের বিপরীতে ড্র করেছে ২ ম্যাচ। এফএ কাপের নকআউটে শেষ ৭বারের মধ্যে ৫বারই ম্যানসিটির কাছে হেরে বিদায় নিয়েছে চেলসি।
গার্দিওলার অধীনে এ নিয়ে সপ্তমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে খেলছে সিটিজেনরা। অন্যদিকে ২৭তম বারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলছে চেলসি। তাদের চেয়ে বেশি সেমিফাইনাল খেলেছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেড (৩২) আর আর্সেনাল (৩০)।
সেমিফাইনাল ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় দুই দলের সামনেই রয়েছে সুযোগ। এই ম্যাচে আর্লিং হালান্ডকে নিয়ে রয়েছে শঙ্কা। রিয়ালের বিপক্ষে সবশেষ ম্যাচে যখন হালান্ডকে ৯০ মিনিটে গার্দিওলা তুলে নেন, তখন অনেকেই মনে করেছিলেন ম্যাচে প্রভাব রাখতে না পারাতেই হয়তো কৌশলের অংশ হিসেবে তাকে তুলে নিয়ে হুলিয়ান আলভারেজকে নামিয়েছিলেন সিটি বস।
তবে চেলসির বিপক্ষে সেমিফাইনালের আগে প্রেস কনফারেন্সে হলান্ডের চোট আছে বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেন, “কেভিন ঠিক আছে। আর্লিংয়ের ব্যাপারটা দেখতে হবে। ওর হালকা চোট আছে, একটু সমস্যা আছে। সে কতটা ভালো অনুভব করছে, আগামী কয়েক ঘণ্টা আমরা তা পর্যবেক্ষণ করব”
দেখা যাক, চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার ক্ষতে প্রলেপ দিতে পারে কিনা গার্দিওলার দল।