স্ট্র্যাটফোর্ড এন্ডের ধারেকাছে কোন নামকরা জ্যোতিষী-টোতিষী বসে কিনা কে জানে? যদি বসে থাকেন তাহলে সম্ভবত ওলে গুনার শুলসার সম্ভব হলে দুজনেরই- একবার তাঁর কাছে হাত দেখানো উচিত। গত দুটো সীজন ভাঙ্গাচোরা দল নিয়েও যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় হয়ে শেষ করা দলটি কোন অশুভ গ্রহের প্রভাবে এই মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো, জেডন সাঞ্চোদের মতো প্রত্যাশিত সকল সাইনিং সহ গলাপানিতে হাবুডুবু খাচ্ছে, কেন একের পর এক বাজে হারের বৃত্ত ভাঙতেই পারছে না- সেটা জানা যে ইউনাইটেড কোচ ওলের জানা খুব প্রয়োজন।
অবশ্য লিভারপুল, ম্যানসিটির পর সদ্য রেলিগেশন জোন থেকে এই মৌসুমে উঠে আসা ওয়াটফোর্ডের বিপক্ষেও শনিবার ৪-১ গোলে বড় হারের পর যদি ইউনাইটেড কোচ হিসেবে ওলের চাকরি টিকে থাকে তবেই।
আন্তর্জাতিক বিরতির পর ওলে বলেছিলেন, পুরনো ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে সবকিছু শুরু করতে চান। যদিও প্রথম ম্যাচে সেটির সিকিভাগও দেখা গেলো না। বরং প্রথমার্ধের শুরুতেই যদি ডেভিড ডে হেয়া ওয়াটফোর্ডের টানা দুটি পেনাল্টি না ঠেকাতেন (প্রথমটি বাতিল হয়েছিলো) হয়তো হারের ব্যবধান আরো বড় হত। অবশ্য জোশুয়া কিং ও ইসমাইল সারের গোলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানেই এগিয়ে থাকে ওয়াটফোর্ড।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর অ্যাসিস্টে গোল করেন ডনি ফন ডে বিক; যিনি কিনা এতোদিন ওলের রণকৌশলের অংশই ছিলেননা।
Manchester United @ManUtd fans hail Donny van de Beek as he makes immediate impact vs Watford https://t.co/M8Z2vgBhBk 👈👈 details on link 😉 pic.twitter.com/IAAT4htfcV
— The Football Kings (@FootballKings__) November 20, 2021
এর কিছুক্ষণ পরই লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়াইয়ার। এই নিয়ে গত ৪ ম্যাচে দুবার ইউনাইটেড দশজনের দলে পরিণত হলো। এবং সেই দশজনের দলকে একদম অতিরিক্ত সময়ে এক হালি গোলের লজ্জা উপহার দেয় হোয়াও পেদ্রো ও ইমানুয়েল ডেনিসের দুটি গোল।
Manchester United trail Watford 2-1, and Harry Maguire has been sent off 😮 pic.twitter.com/cBasnzxeXW
— B/R Football (@brfootball) November 20, 2021
এই নিয়ে গত ৫ লীগ ম্যাচের ৪টিতে হারলো ইউনাইটেড। এর আগে ৭ ম্যাচে মাত্র ১টি হার ছিল। এরই সাথে পয়েন্ট টেবিলেও রেড ডেভিলরা নেমে গেছে ৭ নম্বরে। শিরোপা স্বপ্ন তো দিগন্তে মিলিয়েই গেছে বলতে গেলে, পরের বছরের জন্য টপ ফোরে জায়গ করে নেওয়াই এখন কঠিন হবে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রুনো ফের্নান্দেজদের জন্য।