এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে বাজে শুরুর পর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের স্বস্তি নিয়ে ফিরেছে সাকিব আল হাসানের দল।
হার দিয়ে শুরু, জয় দিয়ে শেষ। ভারতের বিপক্ষে পাওয়া শেষ ম্যাচে জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে পারে বাংলাদেশ দল। এর বেশি কিছু না, সাথে কিছুটা আক্ষেপও সঙ্গী হতে পারে। টাইগার সমর্থকরা হয়তো ভাবতে পারে, শ্রীলঙ্কাকে সুপার ফোরে সাকিবরা হারালে গল্পটা হতাশার নাও হতে পারতো। শুক্রবার রোহিত শর্মার দলকে ৬ রানে হারানোর পর লিটন কুমার দাশ-মেহেদী হাসান মিরাজরাও হয়তো সেই আফসোসে পুড়ছেন।
তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা, দাসুন শানাকার দলের বিপক্ষে দুই ম্যাচে পাত্তাই পায়নি টাইগাররা। সুপার ফোরে লঙ্কানদের ২৫৭ রানের জবাবে ২৩৬ রানে থেমেছে তাওহীদ হৃদয়রা। আর তাতেই ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটা শেষ হয়ে গিয়েছিল। তাই মোহাম্মদ শামিদের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুমাত্র নিয়ম রক্ষার।
আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে ৫ পরিবর্তন নিয়ে টাইগারদের বিপক্ষে নেমেছিল ভারত। পরিবর্তন ছিল সাকিব আল হাসানের দলেও। শেষ ওভারে গড়ানো ম্যাচে ৬ রানে জয় পায় বাংলাদেশ। যা এশিয়া কাপে ২০১২ সালের পর বিরাট কোহলি-রোহিত শর্মাদের বিপক্ষে প্রথম জয়।
টুর্নামেন্ট থেকে শুন্য হাতে ফেরা টাইগারদের এই জয় আসন্ন বিশ্বকাপে যাওয়ার আগে অনেকটা স্বস্তির। প্রথম চার ম্যাচে তিনটিতেই হারা সাকিব আল হাসানের দলের জন্য রোহিতদের হারানোর আত্মবিশ্বাস সামনে কাজে লাগবে।