এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২২ এর বাছাইপর্ব খেলতে বর্তমানে উজবেকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাংলাদেশের ম্যাচ জর্ডান ও ইরানের বিপক্ষে। রোববার (আগামীকাল) বাংলাদেশ সময় বিকাল ৪ টায় উজবেকিস্তানের বুনিয়োদকর স্টেডিয়ামে গ্রুপের প্রথম ম্যাচে জর্ডানে মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ সকাল হতে দুপুর পর্যন্ত বুনিয়োদকর স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ নারী দল। পরবর্তীতে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফগণ ম্যাচ ভেন্যু পরিদর্শন করেন।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার জনাব আমিরুল ইসলাম বাবু গণমাধ্যমকে বলেন,
“উজবেকিস্তান সফরে আসার পর থেকে মেয়েরা মানসিকভাবে অনেক উদ্যমী ও ভালো অবস্থানে রয়েছে। মেয়েরা এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে। এখানে আমরা খুব ভালো কিছু প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করতে পেরেছি। এখানকার থাকা-খাওয়া এবং অন্যান্য যাবতীয় বিষয় সম্পর্কে মেয়েরা সর্বোপরি সন্তুষ্ট “
“আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলবে এবং এর জন্য যা প্রয়োজন আমরা সেটা পরিপূর্ণভাবে করার চেষ্টা করছি। দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই যেনো আমরা একটা ভালো ফলাফল অর্জন করে নিরাপদে দেশে ফিরতে পারি।”- আরো জানান বাবু।
আজ সকালে উজবেকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের টীম লিডার ও ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব জাকির হোসেন চৌধুরী, ফিফা কাউন্সিল মেম্বার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইং চেয়ারম্যান জনাবা মাহফুজা আক্তার কিরণ। বর্তমানে তারা হোটেল আইসোলেশন এ রয়েছেন।