৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

শারমিনের শতকে তিনশ পেরোল বাংলাদেশ

- Advertisement -

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন শারমিন আক্তার। শুধুমাত্র তার ক্যারিয়ারেরই নয়, ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ নারী দলের কারোর প্রথম শতকও এটিই। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফারজানা হক এবং নিগার সুলতানা শতকের দেখা পেলেও, ৫০ ওভারের ক্রিকেটে শতকের দেখা পাননি কেউই। সর্বোচ্চ ৭৫ রান এসেছিল রুমানা আহমেদ এবং সালমা খাতুনের ব্যাট থেকে।

যেকোনো পর্যায়ের ক্রিকেটেই শারমিনের ছিল না কোনো সেঞ্চুরি। বাংলাদেশ নারী দলের এই ওপেনার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি তুলে নিলেন বিশ্বকাপ বাছাইপর্বের মতো মঞ্চে, খেলেছেন ইনিংসের শেষ অব্দি। তার অপরাজিত ১৩০* রানের ইনিংসে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ট্রাইগ্রেসদের সংগ্রহ ৩২২!

শারমিনের শতকের দিনে অর্ধশতক তুলে নিয়েছেন ফারজানা হক; খেলেছেন ৬২ বলে ৬৭ রানের ইনিংস। ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে এসেছে ৪৭, অধিনায়ক নিগার সুলতানা করেছেন ৩৩ রান। যুক্তরাষ্ট্রের হয়ে মকশা চৌধুরী নিয়েছেন ৬৪ রানে ২ উইকেট।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img