২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ওয়ার্নের চোখে টেস্টে বর্তমান সময়ের সেরা দল ভারত

- Advertisement -

ভারতকে বর্তমান সময়ের সেরা টেস্ট দল হিসেবে আখ্যায়িত করেছেন শেন ওয়ার্ন। সোমবার ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের অনবদ্য জয়ের পর টুইটারে কোহলি-বাহিনীকে প্রশংসায় ভাসাতে গিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী।

১৫৭ রানে জিতেছে ভারত

ওভাল টেস্টের ৫ম দিনে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৭ রানের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। এমন জয়ের পর অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটারই ভারতকে প্রশংসায় ভাসাচ্ছেন। তবে শেন ওয়ার্ন ভারতকে রীতিমত সময়ের সেরা টেস্ট দলের মুকুটটাই পরিয়ে দিলেন।

“আরেকটি দুর্দান্ত জয়ের জন্য ভিরাট কোহলি ও গোটা ভারতীয় দলকে অভিনন্দন। গত ১২ মাসে তোমরা যা অর্জন করেছ তা সত্যিই অসাধারণ! পরিষ্কারভাবে, এই মূহুর্তে বিশ্বের সেরা টেস্ট দলের খেতাবটি একমাত্র তোমাদেরই মানায়”- টুইটারে ওয়ার্ন

বিনা উইকেটে ৭৭ রান নিয়ে ওভাল টেস্টের ৫ম দিন শুরু করেছিল ইংল্যান্ড। দুই ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নসের অর্ধশতকে প্রথম সেশনটা ভালোভাবে শুরু করে স্বাগতিকরা। তবে এরপরই ভারতীয় বোলাররা ধারণ করেন রুদ্রমূর্তি। শার্দূল ঠাকুর তার প্রথম ওভারেই ফিরিয়ে দেন বার্নস কে। ৫ রান করে রান আউট হন ডেভিড মালান। এরপর মাত্র ৭ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় আরো ৩টি উইকেট।

শুরুটা ভাল করলেও পিচে থিতু হতে পারেনি পরের ব্যাটসম্যানরা

টানা উইকেট হারিয়ে দিশেহারা ইংল্যান্ড সামান্য প্রতিরোধ গড়েছিল অধিনায়ক জো রুটের ব্যাটে (৩৬)। তাঁকেও বোল্ড করে ইংলিশদের ম্যাচ বাঁচানোর আশাটুকুও শেষ করে দেন শার্দূল ঠাকুর। পিচে থিতু হতে পারেনি আর কেউই, ২১০ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।  ভারত ম্যাচ জেতে ১৫৭ রানের বড় ব্যবধানে। উমেশ যাদব ইনিংসে ৩ উইকেট নিয়েছেন, বুমরাহ-জাদেজা-শার্দূল প্রত্যেকে নিয়েছেন ২টি করে।

এক ম্যাচ হাতে রেখে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন ভিরাট কোহলির দল। ম্যানচেস্টারে সিরিজের ৫ম ও শেষ টেস্ট শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img