জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২২ যুব বিশ্বকাপ। ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করার অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ জাতীয় দল। সেই লক্ষ্যেই দলের ব্যাটিং পরামর্শক হিসেবে শিবনারায়ণ চন্দরপলকে নিয়োগ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২২ যুব বিশ্বকাপকে সামনে রেখে অ্যান্টিগায় অনুষ্ঠিত হতে যাওয়া ক্যাম্পে যোগ দিবেন চন্দরপল। তাকে পেয়ে উচ্ছ্বসিত বোর্ড সভাপতি জিমি এডামস।
“শিব (চন্দরপল) অভিজ্ঞতায় ভরপুর এক খেলোয়াড়। সে জানে এই দলের সাথে কিভাবে এবং কি কাজ করতে হবে”- বলছিলেন জিমি এডামস
শুধু চন্দরপলই নয়, অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতির জন্য কোচিং প্যানেলের সাথে গত আগস্ট মাস থেকেই কাজ করছেন কিংবদন্তি বোলার স্যার কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজ যুবদলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে আছেন ফ্লয়েড রেইফার; তার সহযোগি হিসেবে কাজ করছেন রোহান নার্স।
Chanderpaul appointed batting consultant for the West Indies Rising Stars U19s | Full Squad below: https://t.co/zh5Zs8XK10
— Windies Cricket (@windiescricket) November 12, 2021
জানুয়ারির ৪ তারিখে শুরু হওয়া যুব বিশ্বকাপ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সর্বশেষ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। টাইগাররা চ্যাম্পিয়নশীপ ধরে রাখার লক্ষ্যে খুলনায় শেষমুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।