পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২ উইকেটে ২৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেটে গেছে আরো ৬ ওভার, ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে আর মাত্র ৩২ রান। উইকেট গিয়েছে কেবল শিমরন হেটমায়ারের। ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৬১/৩।
শারজাহর মন্থর পিচে বাংলাদেশী বোলাররা দারুণভাবে বেঁধে রেখেছে ক্যারিবিয়ানদের। উইকেটে আছেন রোস্টন চেজ ও কিরন পোলার্ড। তবে দুজনই রান করছেন শম্বুকগতিতে। চেজ ৩৩ বলে ২৬ ও পোলার্ড করেছেন ১৩ বলে ৭ রান।