২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি চেলসি

- Advertisement -

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির সামনে কঠিন পরীক্ষা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-০ গোলে হেরে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ব্লুজরা। এমন সমীকরণ নিয়ে বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় রাত একটায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে চেলসি।

যদিও মুখোমুখি পরিসংখ্যানে রিয়ালের বিপক্ষে এগিয়ে চেলসি। তবে সাম্প্রতিক সময়ের হিসেবে সবদিক থেকেই এগিয়ে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৮ বার। যেখানে জয়ের পাল্লাটা হেলে আছে ইংলিশ ক্লাবটির দিকেই। চেলসির চার জয়ের বিপরীতে রিয়ালের জয় দুই ম্যাচে, বাকি দুই ম্যাচ ড্র।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে দুই দল সমানে সমান। দুই দলই জিতেছে দুইটি করে ম্যাচ, একটি ম্যাচ ড্র। এবার প্রথম লেগে রিয়ালের মাঠে হেরেছে চেলসি। আবার গত মৌসুমে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসি জিতেছিল ৩-২ গোলে। যদিও দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছিল রিয়ালই। শেষ পর্যন্ত গতবার চ্যাম্পিয়নও হয় লস ব্লাংকোস। তাই চেলসির জন্য এ ম্যাচ প্রতিশোধ নেয়ারও বটে!

দুই দলের ফুটবলারদের ছাপিয়ে এ ম্যাচ গুরু-শিষ্যের লড়াইও বলা যায়। দুই হাজার নয় থেকে দুই হাজার এগারো পর্যন্ত চেলসিতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কোচ ছিলেন রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি। বার্নাব্যুতে এই লড়াইয়ে গুরুর কাছে অসহায় আত্মসমর্পণ করলেও, এবার লন্ডনে  শিষ্যের গুরুকে হারিয়ে প্রতিশোধ নেয়ার মিশন। রিয়ালের করিম বেনজেমা, লুকা মদ্রিচ, মার্কো আসেনসিওদের হটিয়ে থিয়াগো সিলভা, রাহিম স্টার্লিং, কাই হাভার্টজ, এনগোলো কন্তেরা কি পারবেন ল্যাম্পার্ডের মান রাখতে?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img