২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

কঠিন পরীক্ষায় ‘পাশ মার্ক’ তুলতে কতটা প্রস্তুত বাংলাদেশ?

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার হার দিয়েই ২০২৩ এশিয়া কাপের শুরু করেছে বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। সুপার ফোরে খেলতে হলে আফগানিস্তানের বিপক্ষে জেতা ছাড়া কোনো উপায় নেই টাইগারদের সামনে।

রবিবার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের সামনে বাঁচা-মরার সমীকরণ। এ ম্যাচে হারলে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে বাংলাদেশ। গত আসরে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল টাইগাররা।

ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানও চোখে পড়ার মত নয়। এ ফরম্যাটে এখন পর্যন্ত ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি এবং আফগানিস্তান জিতেছে ৬টি ম্যাচে। সর্বশেষ জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে হারার পরও আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত, “অবশ্যই সম্ভব (সুপার ফোরে খেলা)। আমরা ওই ম্যাচটা জেতার জন্যই খেলব। এরপর আসলে কী পরিস্থিতি দাঁড়াবে সেটা বোঝা যাবে। আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে ভালো করা সম্ভব”

অপরদিকে, আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে সতর্ক অবস্থানেই থাকছে। আফগানিস্তানের কোচ জনাথন ট্রট জানান, “আমি ম্যাচটা (বাংলাদেশ-শ্রীলঙ্কা) দেখেছি এবং দুই দলকেই কিছু কিছু ক্ষেত্রে ভালো করতে দেখেছি। তাই আমি জানি, আমাদের কাজটা কঠিন হবে। দুটি ম্যাচই কঠিন হবে। কিন্তু বাংলাদেশ ম্যাচেই আমরা মনোযোগ রাখছি। আমরা জানি, বাংলাদেশ জেতার জন্য মরিয়া হয়ে নামবে”   

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img