পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং প্রধান কোচ মিসবাহ-উল-হক জ্যামাইকা থেকে পাকিস্তানে ফেরার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য সেখানে দশদিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। কিন্তু নির্ধারিত সূচি অনুযায়ী লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুরো দল।
“দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রধান কোচ মিসবাহ-উল-হক করোনা আক্রান্ত হয়েছেন। আর, তাই তিনি জ্যামেইকাতেই দশ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। তিনি সেখানে অবস্থান করলেও খেলোয়াড়েরা আগের নির্ধারিত সূচি অনুযায়ীই লাহোরে ফিরবেন” -এমনটাই জানিয়েছে পিসিবি
Jamaica ? Lahore#WIvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/Gva2tbrX26
— Pakistan Cricket (@TheRealPCB) August 26, 2021
পিসিবি ইতোমধ্যেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাথে যোগাযোগ করেছে, এবং তারা নিশ্চিত করেছে যে, মিসবাহকে তারা অন্য হোটেলে স্থানান্তরিত করবেন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য একজন মেডিকেল বিশেষজ্ঞ নিয়োগ করবেন। এদিকে, ইসলামাবাদ ইউনাইটেড তার সাবেক কোচের খুব দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন।
#ISLU wishes a very speedy recovery to @captainmisbahpk. Get well soon https://t.co/q2jJGFNZFJ
— Islamabad United (@IsbUnited) August 25, 2021
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। বৃষ্টি বাধায় সিরিজের দুইটি ম্যাচই পরিত্যাক্ত হওয়ায় ১-০ তে সিরিজ জিতে সফরকারীরা। পরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১ উইকেট হারা পাকিস্তান দ্বিতীয় টেস্টে ১০৯ রানের বড় ব্যবধানে হারায় ক্যারিবিয়ানদের। ১-১ এ সিরিজে সমতা নিয়েই মেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফর।