সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপ শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি। এরই মধ্যে চলমান বিশ্বকাপে নিজের সেরা একাদশ নির্বাচন করেছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কার্তিকের দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন বাবর আজম।
“কোনো সন্দেহ নেই মরগান সেরা একজন অধিনায়ক। কিন্তু, সে রানের মধ্যে নেই। একারণেই, অধিনায়ক হিসেবে আমার দলে বাবর আজম”
দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ভারত। কার্তিক তার একাদশে স্বদেশি একজনকেই শুধু রেখেছেন। আর তিনি হলেন পেসার জাসপ্রিত বুমরাহ। অন্য দুই পেসার হিসেবে ভারতীয় উইকেটকিপারের পছন্দ ট্রেন্ট বোল্ট এবং পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।
দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মঈন আলীর পাশাপাশি কার্তিকের দলে জায়গা পেয়েছেন আরো দুই স্পিনার অ্যাডাম জাম্পা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাত বোলার নিয়ে সাজানো দলে বাকি তিন খেলোয়াড় হলেন জশ বাটলার, রাসি ফন ডার ডুসেন এবং চারিথ আসালাঙ্কা।
সেরা একাদশ:
বাবর আজম (অধিনায়ক), জশ বাটলার, চারিথ আসালঙ্কা, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, শাহীন শাহ আফ্রিদি।