ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোতে শীত-কুয়াশার বালাই নাই, এমন আবহাওয়া অচেনা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হওয়া মাত্রই শীতের দাপট বেড়েছে। এমনিতেই খর্ব শক্তির দল, তার উপর কুয়াশার বিপত্তিতে পড়েছে ক্যারিবিয়ানরা। কুয়াশার আড়ালে লুকিয়ে থেকে শিকার ধরায় বেশ ফায়দা পাচ্ছে দেশের টাইগাররা।
শুক্রবার মিরপুরে সকাল সাড়ে দশটা পর্যন্ত কুয়াশার দাপট থাকলেও এখন রোদের দেখা মিলেছে। খেলা ঠিক সময়ে শুরু হওয়া নিয়ে শঙ্কা নেই। উইকেট দেখেই দ্বিতীয় ওয়ানডের সেরা একাদশ এরই মধ্যে নির্বাচন করে ফেলার কথা তামিম ইকবালের।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের একটা তাড়া নিশ্চয় আছে, সেটা করতেই টিম ম্যানেজমেন্ট ধারালো পরিকল্পনা নিয়েই দল পরিচালনা করবেন, বিশ্বাস টাইগার ভক্তদের।