২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

কোহলির দলকে সমর্থন জানাবে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট

- Advertisement -

জ্যামাইকান ক্রিস গেইল আইপিএলে খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। স্বদেশী ক্রিকেটারের দলকে সমর্থন না করে এবারের আইপিএলে ভিরাট কোহলির দল রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালুরুর সমর্থক হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। এমন ক্রীড়াবীদের সমর্থনে নিশ্চয়ই উচ্ছসিত হবে ভিরাট কোহলি-ডি ভিলিয়ার্সরা। তাই হয়েছেন এ দু’জন।  বোল্ট নিজের টুইটাই অ্যাকাউন্টে কোহলিদের জার্সি পরে পোস্ট দিয়েছেন। কোহলি এবং ডি ভিলিয়ার্স তাদের অ্যাকাউন্টে বোল্টের টুইটের জবাবও দিয়েছেন।

বোল্ট তার ট্রেড মার্ক স্টাইল পোজ দিয়ে ছবি তুলেছেন এবং লিখেছেন-

চ্যালেঞ্জার্স, “তোমাদের মনে করিয়ে দিতে চাই, আমিই এখনও বিশ্বের দ্রুততম মানুষ।”

জবাবে কোহলি লেখেন, “কোনও সন্দেহ নেই এটা নিয়ে এবং এই কারণেই আমরা তোমাকে আমাদের দলে পেয়েছি ।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img