বসুন্ধরা কিংসের নন, এমন ফুটবলারদের সাথে নতুন কোচ অস্কার ব্রুজনের বোঝাপড়া গড়ে ওঠার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি বলেই শ্রীলঙ্কার বিপক্ষে গোল পেতে সমস্যা হয়েছে বাংলাদেশ দলের, এমনটাই মনে করেন জাতীয় দলের উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। শনিবার মালদ্বীপে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন তিনি।
সাফ চ্যাম্পিয়নশিপের ঠিক আগেভাগে কোচ জেমি ডে’কে বহিষ্কার করার পর বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে নিযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুমিতভাবেই সাফের দলে তাই বসুন্ধরা কিংসের খেলোয়াড়দেরই আধিক্য। আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা- ২৩ জন ফুটবলারের মধ্যে ১০ জনই ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসের সদস্য। শ্রীলঙ্কার বিপক্ষেও শুরুর একাদশে সাতজনই ছিলেন বসুন্ধরার, দ্বিতীয়ার্ধে কোচ যে তিনজন বদলি নামান তাঁদের দুজন (মতিন, সুফিল) বসুন্ধরার। একাদশে এতোজন বসুন্ধরার খেলোয়াড় থাকার পরও ইব্রাহিম মনে করেন, ম্যাচে অনেকগুলো পরিষ্কার সুযোগ পেয়েও গোল করতে না পারার পেছনে কারণ হচ্ছে, নতুন কোচের ট্যাকটিকসের সাথে ‘বসুন্ধরার বাইরের খেলোয়াড়দের’ মানিয়ে নিতে পর্যাপ্ত সময় না পাওয়া।
“আমরা যারা বসুন্ধরা কিংস থেকে কোচের সাথে ছিলাম, আমাদের সাথে তাঁর বোঝাপড়া খুব ভালো। কিন্তু যারা বাইরে থেকে এসেছে তাদের সাথে কোচের বোঝাপড়া হতে একটু সময় লাগছে। কারণ আসলে এরকম একটা টুর্নামেন্ট খেলার আগে এক সপ্তাহ যথেষ্ট সময় নয়”- বলেছেন ইব্রাহিম
যদিও সাফে অনেকদূর যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ইব্রাহিম,
“নেপালের বিপক্ষে স্বাগতিক মালদ্বীপ হেরে যাওয়ায় টুর্নামেন্ট এখন উন্মুক্ত। আমরা প্রথম ম্যাচটা জিতেছি। তাই আমাদের ভালো সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার”- জানান ইব্রাহিম।
সাফে বাংলাদেশের আগামী ম্যাচ ৪ অক্টোবর ভারতের বিপক্ষে। ইব্রাহিম জানিয়েছেন ২০১৯ সালে সল্টলেকের সেই জয়বঞ্চিত হওয়ার স্মৃতি এখনো পোড়ায় তাঁকে, যদিও এরপরের ম্যাচটি বাংলাদেশ ২-০ ব্যবধানে হেরে গিয়েছিল।
“ভারতের বিপক্ষে ম্যাচ সবসময়ই হাইভোল্টেজ। আমাদের সব খেলোয়াড়্রাই ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি আমরা ভালো খেলেও সল্ট লেকে থেকে জয় নিয়ে ফিরতে পারিনি। সাফে যদি সেটা হইয়, খুবই ভালো হবে”
এদিকে জ্বর থেকে সেরে উঠে শনিবার অনুশীলনে যোগ দিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রেজাউল করিম। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ দুপুরে দুটি দলে ভাগ হয়ে অনুশীলন করেছে বাংলাদেশ দল