জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে, কিন্তু সুন্দর এক শুরু দেখতে না পাওয়ার আক্ষেপ ছিল সবার মনে। সেই আক্ষেপের খানিকটা বোধহয় দূর হলো চতুর্থ টি-টোয়েন্টিতে এসে, দূর করলেন তানজিদ হাসান তামিম, সঙ্গ দিলেন সৌম্য সরকার। মিরপুরে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫৭ রান; তামিমের ব্যাট থেকে এসেছে মাত্র ২৭ বলে ৪১* রান, সৌম্য করেছেন ৯ বলে ৫* রান।
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ করেছিল ৪ উইকেটে ৩৮, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১ উইকেটে ২২; সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে পাওয়ারপ্লেতে বাংলাদেশ করেছিল ২ উইকেটে ৪২ রান। পাওয়ারপ্লেতে প্রত্যেক ম্যাচেই উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই প্রথমবার কোনো উইকেট না হারিয়েই পাওয়ারপ্লে শেষ করল বাংলাদেশ।
দারুণ শুরু, প্রয়োজন ধারাবাহিকতার। সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশের সামনে ২০০ রান করার সুযোগ, টাইগাররা পারবে তো?