২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

কোপা ডেল রে থেকে বার্সেলোনার বিদায়

- Advertisement -

চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপের পর কোপা ডেল রে থেকেও বিদায় নিলো বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে কোপার শেষ ১৬তেই শেষের ঘন্টা বেজেছে কোচ জাভির শিষ্যদের।

ভ্রমণ ও ম্যাচ খেলার ক্লান্তিজনিত কারণে বিলবাও মাঠে নামায়নি তাঁদের অনেক মূল খেলোয়াড়কে। অপরদিকে পূর্ণ শক্তির দল নিয়েও বার্সাকে দেখে হয়েছে হার।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই বার্সেলোনার হাই ডিফেন্স লাইনের ‘সুবিধা’ কাজে লাগিয়ে ইকার মুনিয়াইনের গোলে এগিয়ে যায় বিলবাও। অবশ্য ২০ মিনিটে সেই গোল শোধ দেয় বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি থেকে সদ্য আগত ফেরান তোরেসের চমৎকার এক গোলে। বার্সেলোনার জার্সিতে এটিই তোরেসের প্রথম গোল।

১-১ গোলে প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ঠান্ডা যায়। নাটক জমে ওঠে ৮০ মিনিটের পর। ইকার মুনিয়াইনের ফ্রি কিক বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের হাতে লেগে ছিটকে যায়, সেটিকে জালে ঢোকান ইনিগো মার্টিনেজ। ২-১ এ এগিয়ে যায় বিলবাও। তবে তাদের এই সুখ বেশিক্ষণ টেকেনি।পেদ্রির গোলে আবারো সমতা বিধান করে বার্সেলোনা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের একেবারে শেষভাগে জর্দি আলবা করে বসেন হ্যান্ডবল! পেনাল্টি পায় বিলবাও। ইকার মুনিয়াইনের গোলে ৩-২ এ এগিয়ে যায় বিলবাও।  বাকি সময়ে বার্সেলোনা কোন গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি।

সদ্য ইনজুরি থেকে ফিরে এই ম্যাচে আবারো ইনজুরিতে পড়েছেন আনসু ফাতি ও পেদ্রি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img