নিউজিল্যন্ডে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল কোয়ারেন্টিনে ছিল সপ্তাখানেক। এই সময়টায় মিনিট ত্রিশেকের জন্যে বের হওয়া, তারপর আবার হোটেলে ফিরে আসা, এই ছিল রুটিন। তবে প্রাথমিক কোয়ারেন্টিনের সময় শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগাররা। বিসিবির পাঠানো ভিডিও বার্তায়, মোহাম্মদ সাইফুদ্দিন জানিয়েছেন নিজের স্বস্তির কথা।
প্রথম ৭ দিন হোম কোয়েন্টিন করার পর আজকে ছোট ছোট গ্রুপে প্র্যাকটিসে গেলাম। আলহামদুলিল্লাহ্, সবকিছুই ভালো ছিল। যেহেতু আমরা স্পোর্টসম্যান, সবধরণের পরিস্থিতিতেই সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সবার আগে আমরা ফিল্ডিংটা নিয়েই কাজ করেছি।
আপাতত অনুশীলন করেই যার যার ফিরতে হবে হোটেলে। এভাবে আরও সপ্তাখানেক অনুশীলনের পর করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে কোয়ারেন্টিন শেষ হবে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ড করোনামুক্ত দেশ হিসেবে বিবেচিত হওয়ায় এরপর আর থাকছে না কোনো জৈব সুরক্ষা বলয়ের বাধ্যবাধকতা।
পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ মার্চের ১২ তারিখে যাবে কুইন্সটাউন, সেখানে ৫ দিন অনুশীলন করার কথা বাংলাদেশের। অনুশীলন শেষে বাংলাদেশের গন্তব্য প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিন। আগামী ২০ তারিখ ডানেডিনেই হওয়ার কথা প্রথম ওয়ানডে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ।