২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ক্রিকেটে-ফুটবলে মিরপুর মাতালেন রাসেল

- Advertisement -

বিপিএলের মহারণ শুরু হতে আর বাকি মাত্র একদিন। শেষ মুহূর্তে নিজেদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং দক্ষতা ঝালিয়ে নিতে সবাই ব্যস্ত অনুশীলনে। তারই প্রেক্ষিতে, বৃহস্পতিবার সকালে হোম অব ক্রিকেটে অনুশীলন করেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। মাহমুদুল্লাহ রিয়াদ-মোহাম্মদ শেহজাদদের ভিড়ে মাঠে ক্যামেরার লেন্স যেন বারবার খুঁজে নিয়েছে নেটে অনুশীলনরত আন্দ্রে রাসেলকেই। এদিন ব্যাটিং অনুশীলনের পাশাপাশি ফুটবল খেলেও মাঠ মাতিয়েছেন এই ক্যারিবিয়ান।

মিরপুরে মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম এবং আরাফাত সানির বোলিংয়ে নিজের ব্যাটিং দক্ষতা ঝালিয়ে নিয়েছেন আন্দ্রে রাসেল। নেট অনুশীলনে একের পর এক বড় শট খেলার চেষ্টা যেন জানান দিচ্ছে ঢাকা দলের শক্তিমত্তার কথাই। পাশের নেটেই ব্যাটিং করেছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শেহজাদও। রাসেল-শেহজাদ ব্যাটিং ঝড়ে নেট বোলারদের রীতিমতো ভুগতেই হয়েছে। এই দুই তরকার পাশাপাশি ব্যাটিং অনুশীলন করেছেন নাঈম শেখ। ব্যাটিংয়ের পাশাপাশি ফুটবল খেলেও গা গরম করেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। সেখানেও, সবচেয়ে প্রানবন্ত ও ফুরফুরে মেজাজে দেখা গেছে আন্দ্রে রাসেলকে।

শুক্রবার, বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ঢাকা দল। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এর আগে দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে দুপুর দেড়টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img