৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

ক্রিস্টাল প্যালেসের গোল উৎসব, শেষ মিনিটে জিতেছে লেস্টার সিটি

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে ম্যাচের শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ব্রম, আত্মঘাতী গোল করেন ইংলিশ ডিফেন্ডার ডার্নেল ফার্লং। গোল খেয়েও ঘোল খায়নি স্বাগতিকরা।

ত্রিশ মিনিটে ওয়েস্ট ব্রমকে সমতায় ফেরান কনর গ্যালাহার। তবে ম্যাচের চিত্র পাল্টে যায় চৌত্রিশ মিনিটে, লাল কার্ডে মাঠে মাঠ ছাড়ে ম্যাথিউস পেরেইরা, দশ জনের দল হয়ে যায় ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। প্রথমার্ধে স্কোর লাইন এক এক।

প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম থাকার সুযোগ দ্বিতীয়ার্ধে কড়ায়-গন্ডায় উসুল করেছে ক্রিস্টাল প্যালেস, করেছে চার গোল। উইলফ্রেড জাহা এবং ক্রিশ্চিয়ান বেনটেকে, দুজনেরই জোড়া গোল। ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে ক্রিস্টাল প্যালেস। ওয়েস্ট ব্রমের পয়েন্ট ছয়, জায়গা হয়েছে টেবিলের উনিশ নম্বরে।

আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জেমি ভার্ডির গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করেছে লেস্টার সিটি। ম্যাচের স্কোরলাইন ২-১।

স্প্যানিশ মিডফিল্ডার আয়োজে পেরেজের গোলে লিড পায় লেস্টার, দুই মিনিট পরই সমতায় ফেরে শেফিল্ড। গোল করেন ওলি ম্যাকবুরিন। ব্রান্ডন রজার্সের দলকে আটকে এক পয়েন্টের স্বপ্ন দেখতে দেখতেই শেফিল্ডের দু:স্বপ্ন হয়ে এসেছেন জেমি ভার্ডি। ঠিক নব্বই মিনিটে গোল, ১১ ম্যাচ শেষে লেস্টারের পয়েন্ট ২১।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img