তাঁকে বলা হয় জার্মান ‘গেগেনপ্রসিং’ ফুটবলের জনক। ইয়ুর্গেন ক্লপ, থমাস তুখেলরা নাকি তাঁর কাছ থেকেই প্রেসিং ফুটবল ট্যাকটিকসের দীক্ষা নিয়েছেন। অথচ এতো এতো নামজাদা কোচেদের গুরু যিনি, তিনি প্রায় সারাজীবনই ছিলেন লোকচক্ষুর প্রায় আড়ালে। শালকে, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবকে কোচিং করালেও রালফ রাগনিককে চেনেন কয়জন?
কিন্তু ইউনাইটেড হীরা চিনতে ভুল করেনি। মরিসিও পচেত্তিনো, জিদান থেকে ভালভার্দে ঘুরে শেষ পর্যন্ত রালফ রাগনিকে থেমেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ নিয়োগের যজ্ঞ। বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ আগামী ছয়মাসের জন্য ইউনাইটেডের ‘অন্তর্বর্তীকালীন কোচ’ হিসেবে আসতে রাজী হয়েছেন। তবে শর্ত দিয়েছেন, ছয়মাস পর তিনি কোচ হিসেবে নয় বরং ক্লাবের ‘পরামর্শক’ জাতীয় কোন পদে আসীন হতে চান। এবং ফাব্রিজিও রোমানো, অ্যাথলেটিকসহ প্রভাবশালী সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তাবে ইউনাইটেডও রাজী আছে। এখনো চুড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি, তবে কথাবার্তা যেদিকে এগোচ্ছে দুই-একদিনের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত এসে পড়বে।
Ralf Rangnick told Man Utd board on Monday he’ll accept this interim job only if future ‘consultancy’ with power on club choices will be included in the deal. Man Utd are prepared to accept this condition. 🔴🇩🇪 #MUFC
Talks now on with Lokomotiv as advanced by @TheAthleticUK. pic.twitter.com/VA3XSb0eef
— Fabrizio Romano (@FabrizioRomano) November 25, 2021
এমনিতেও কোচিংয়ের চেয়ে নীতিনির্ধারণী পদে থাকতেই রাগনিক বেশি ভালোবাসেন। লাইপজিগ, সালজবুর্গ আর সিএসকেএ মস্কোতে স্পোর্টিং ডাইরেক্টর হিসেবে ছিলেন তিনি।