মেসি আর বার্তোমেউ, দুজনের সম্পর্কের উত্তাপ লম্বা সময় ধরেই গরম করেছে খবরের শিরোনাম। মেসি বার্সা ছাড়ছেন এমন গুঞ্জনও ডালপালা মেলেছিল বেশ ভালোভাবে, বহুবার। তবে আর্জেন্টাইন তারকা ঠিকই বার্সায় থেকে গেছেন, সভাপতির দায়িত্বে থাকা বার্তোমেউকেই ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছে। নির্বাচনের আগে আর পরে, নতুন সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়ে দিয়েছেন, মেসিকে ধরে রাখতে সামর্থ্যের সবটা দিয়ে চেষ্টা করবেন।
❝I love you, and Barça also loves you.❞
— Joan Laporta's message to Leo #Messi pic.twitter.com/PZUOhgt5c9— FC Barcelona (@FCBarcelona) March 17, 2021
গেল বুধবার, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন হোয়ান লাপোর্তা, ৫৮ বছর বয়সী এই স্প্যানিশ রাজনীতিবিদকে বার্সায় বরণ করে নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিওনেল মেসি এবং কোচ রোনাল্ড কোম্যান। দুজনের উদ্দেশ্যেই বেশ আবেগঘন বক্তব্য দিয়েছেন লাপোর্তা। বক্তব্য শুরুর আগে মেসি এবং পিকে দুজনকে আলিঙ্গনও করেছেন বার্সেলোনার নতুন সভাপতি।
‘আমরা তাকে (মেসি) বুঝিয়ে দলের রাখার সব চেষ্টাই করবো। সে আমাদের ইতিহাসের সেরা ফুটবলার। আমাকে ক্ষমা করো লিও কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং বার্সাও তোমাকে ভালোবাসে। আমি নিশ্চিত মাঠ ভর্তি স্টেডিয়ামে তুমি কখনোই বিদায় বলতে পারবে না’
নতুন সভাপতির আস্থা কোম্যানের দিকেও শতভাগ। লাপোর্তার বিশ্বাস, ক্লাবের অর্থনৈতিক অবস্থা এবং দলের অভ্যন্তরীণ সমস্যা মিটে গেলে আবারও পুরনো রূপে ফিরবে বার্সেলোনা। কোম্যানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমি জানি, এই ক্লাবের প্রতি এখনও তোমার বিশ্বাস আছে। দলের অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে, আমরা নিজেদের ফিরে পেতে চেষ্টা করছি। যদি অর্থনৈতিক অবস্থা আরেকটু ঠিকঠাক হয়, আমরা আবার চ্যাম্পিয়নস লিগে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারবো, লা- লিগা, কোপাও জিততে পারবো ‘
Vam ser molt feliços. Ho tornarem a fer. Felicitats @JoanLaportaFCB. Visca el Barça!
— Gerard Piqué (@3gerardpique) March 17, 2021
হোয়ান লাপোর্তাকে টুইটারে অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন পিকে। লিখেছেন, ‘আমরা আবার ফিরবো। অভিনন্দন হোয়ান লাপোর্তা ’