কতো যদি কিন্তুর হিসেব, ভালো খারাপের মধ্য দিয়ে গ্রুপ পর্ব শেষ করা জেমকন খুলনা শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি গাজি গ্রুপ চট্টগ্রামের। ফাইনাল হয়েছে ফাইনালের মতোই, মাহমুদউল্লাহ রিয়াদের দলের জয়ে শেষ ওভারের নায়ক শহিদুল ইসলাম।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রায় ব্যর্থ খুলনার টপ-অর্ডার, তবে অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। পুরো টুর্নামেন্টে গড়পরতা ব্যাটিং করা রিয়াদ ফাইনালে খেলেছেন অপরাজিত ৪৮ বলে ৭০ রানের ইনিংস। নির্ধারিত ওভার শেষে খুলনার বোর্ডে ১৫৫।
লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ভালো করে পারেননি লিটন-সৌম্য। লিটন ২৩ রান করেছেন ঠিকই তবে বলও খরচ করেছেন সমান ২৩। মাঝে সৈকত আলীর অর্ধশতক জুগিয়েছিল আশা, তবে শেষ ওভারে গিয়ে আর হয়নি।
চট্টগ্রামের নাহিদুল ইনিংসের শেষ বলে ছয় মেরেও মাঠ ছেড়েছেন পরাজয়ীর বেশে। আহা! বাস্তবতা কী নির্মম। মোহাম্মদ মিথুনের দল হেরেছে ৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
জেমকন খুলনা: ১৫৫/৭ (২০ ওভার), রিয়াদ ৭০*, জাকির ২৫, আরফুল ২১; নাহিদুল ৩-০-১৯-২, শরিফুল ৪-০-৩৩-২, মোসাদ্দেক ২-০-২০-১
গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৫০/৬ (২০ ওভার), সৈকত ৫৩, শামসুর ২৩, লিটন ২৩; শহিদুল ৪-০-৩৩-২, আল-আমিন ৪-০-১৯-১, হোম ২-০-৮-১
ফলাফল: জেমকন খুলনা ৫ রানে জয়ী।