দু’দলের সামনেই ছিল সিরিজ জেতার হাতছানি। সেখানে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে সিরিজ ট্রফি উঁচিয়ে ধরলো নিউজিল্যান্ড। সিরিজের ৫ম ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সিরিজটা জয় দিয়ে শুরু করেছিল কিউইরা। সেই ধারাবাহিকতা শেষ ম্যাচেও। মাঝে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারের শংকাতেও ছিল স্বাগতিকরা।
তাইতো সিরিজে অঘোষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে আগে ব্যাট করে খুব বেশি রান তুলতে ব্যর্থ হয় অজিরা। ফিলিপকে হারিয়ে শুরুতেই হারিয়ে চাপে পড়ে সফরকারি দল। কিন্তু অ্যারন ফিঞ্চ এবং ম্যাথু ওয়েডের জুটিতে শক্ত ভিত পায় অস্ট্রেলিয়া। ফিঞ্চ করেন ৩৬ আর ওয়েড আউট হন ৪৪ রান করে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪২ রান করে অজিরা।
অস্ট্রেলিয়ার এই সংগ্রহকে মামুলি বানিয়ে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল এবং ডেভন কনওয়ে। এই জুটি থেকেই আসে ১০৬ রান। কনওয়ে করেন ৩৬ রান। আর গাপটিল ৪৬ বলে ৭১ রান করেন। ম্যাচে ঝড়ো সমাপ্তি টানেন গ্লেন ফিলিপস। ১৬ বলে করেন ৩৪ রান। ২৭ বল হাতে রেখে ম্যাচ জিতে নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হন মার্টিন গাপটিল।