২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

গার্দিওয়ালার কাছে মরিনিয়ো’র পরাজয়

- Advertisement -

ম্যানচেস্টার সিটি-টটেনহ্যামের লড়াইটাতে আমেজ ছিল ফুটবলের সেরা দুই কোচের প্রতিদ্বন্দ্বিতারও। পেপ গার্দিওয়ালা- জোসে মরিনিয়ো, সময়ের সেরা দুই কোচের লড়াই বলা যায়।

কিন্তু এই লড়াইয়ে পাত্তাই পেলেন না মরিনিয়ো। পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরেছে টটেনহ্যাম। জোড়া গোল করেছেনে গুন্দোগান।

এবারের আসরে ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ম্যানসিটি। পয়েন্ট টেবিলে মজবুত অবস্থানে। শীর্ষস্থানটা আরো পোক্ত করেছে সিটিজেনরা।

নিজেদের মাঠে তারা লিড নেয় স্পট কিক থেকে। ২১ মিনিটে জার্মান গুন্দোগান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ম্যানসিটি। গোল করেন রদ্রি।

গোল খেয়ে ম্যাচ থেকেই যেন হারিয়ে যেতে থাকে টটেনহ্যাম। স্নায়ু চাপটা নিতে পারেনি মরিনিয়োর শিষ্যরা। ঘুরে দাড়ানোতো দূরের কথা দ্বিতীয়ার্ধে আরো কোনঠাসা হয়ে পড়ে তারা। ম্যাচের ৫০ মিনিটে স্কোরলাইন ২-০ করেন গুন্দোগান। আর এই জার্মান গোলের জোড়া পূর্ণ করেন ৬৬ মিনিটে।

৩-০ গোলের জয়ে টেবিল টপে থাকা ম্যানসিটির পয়েন্ট এখন ৫৩। লিভারপুলকে হারিয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেস্টার সিটি। আর তালিকার ৯ এ নেমে গেছে মরিনিয়োর টটেনহ্যাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img