২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

গুঞ্জন সত্যি করে বার্সেলোনার কোচ হলেন ফ্লিক

- Advertisement -

গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। জাভি হার্নান্দেজকে বার্সেলোনা বরখাস্ত করার পর হ্যান্সি ফ্লিকের রবার্ট লেভানডফস্কিদের কোচ হওয়া ছিল সময়ের ব্যাপার। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে বার্সেলোনার কোচ হলেন ফ্লিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ফ্লিকের লামিন ইয়ামালদের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর গত মৌসুমে দুটি শিরোপা জিতিয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন জাভি। কিন্তু মুদ্রার উল্টোপিঠ দেখতে সময় লাগেনি বার্সার সাবেক এ মিডফিল্ডারের। তার অধীনে দল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেললেও লিগ শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। এ মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি বার্সেলোনা। যার কারণে জাভির উপর আর আস্থা রাখতে পারেননি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

জাভির উত্তরসূরি হিসেবে বার্সেলোনায় আসা ফ্লিকের সাথে দুই বছরের চুক্তি করেছে কাতালান ক্লাবটি। কদিন পরেই আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে বায়ার্ন মিউনিখের সাবেক এ কোচকে।

বায়ার্ন ছাড়াও জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন ফ্লিক। ২০২০-২১ মৌসুমে বাভারিয়ানদের সঙ্গে ছয়টি ট্রফি জেতেন তিনি। তারপর যোগ দেন জার্মানি জাতীয় দলে। সেখানে সময়টা ভালো কাটেনি। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ২০২৩ সালে বরখাস্ত হন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img