আইপিএলের নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে রাজস্থান রয়্যালস। দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকস ক্যাচ ধরতে গিয়ে আঙুল ভেঙে ফেলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে আর খেলা হবে না তার।
সোমবার নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হয় রাজস্থান। ক্রিস গেইলের ক্যাচ ধরার সময় আঘাত পান স্টোকস। দশম ওভারে মাঠ ছাড়ার আগে এক ওভার বল করেছিলেন, মাঠে ফিরে আর বোলিংয়ে আসেননি তিনি। ব্যাটিংয়ে নেমে ৩ বল খেলেছেন। এক টুইটে আইপিএল থেকে বেন স্টোকসে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান ।
Ben Stokes has been ruled out of the IPL following a broken finger in last night's game. ?
He will stay with the Royals and support the rest of the group in the upcoming matches. ?#RoyalsFamily | @benstokes38 pic.twitter.com/WVUIFmPLMJ
— Rajasthan Royals (@rajasthanroyals) April 13, 2021
এক সপ্তাহ ভারতেই থাকবেন ইংলিশ এই ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্টোকসের আঘাত নিয়ে রাজস্থান রয়্যালসের সাথে যোগাযোগও করেছে, স্টোকসের আঘাত কতোটা গুরুত্বর জানার জন্য বৃহস্পতিবার এক্স-রে করানো হবে।