সবশেষ আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো গোল পেয়েছিলেন গেল বছর জানুয়ারিতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। তারপর ১৩ ম্যাচ খেলেছেন, ৬২৪ মিনিট মাঠে ছিলেন, গোল পেতে ২৪টা শট নিয়েছেন কিন্তু কাংখিত গোলের দেখা পাননি। অবশেষে পেলেন ৪১৭ দিন পর। কোচ পেপ গার্দিওয়ালার জন্য বড় স্বস্তি আগুয়েরো জাল খুঁজে পাওয়ায়। গার্দিওয়ালার সুসময় যাচ্ছে। নিজ দল শিরোপা দৌড়ে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১৭ পয়েন্ট এগিয়ে গেছে সিটিজেনরা।
যদিও ম্যাচের প্রথমার্ধটা হতাশার ছিল। কয়েক দফা আক্রমণ করেও ফুলহ্যামের রক্ষণের প্রতিরোধে আক্রমণগুলো ভেস্তে যায়। অবশ্য দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যেই ম্যাচ জিতার সব হিসেব চুকিয়ে ফেলে ম্যানসিটি। ৪৭ মিনিটে জোয়াও কানসেলোর সেট পিস থেকে গোলমুখে বল পেয়ে যান স্টোনস। প্রথম চেষ্টাতেই স্কোরশিটে নাম উঠান।
পরের গোলটা ফুলহ্যামের রক্ষণের ভুলে। ক্লিয়ার করতে ব্যর্থ হন হ্যারিসন রিড। বল পেয়ে যান গ্যাব্রিয়েল জেসুস। গোলরক্ষককে কাটিয়ে বল পাঠিয়ে দেন জায়গামতো। স্কোরলাইন ২-০। তৃতীয় গোলটা পেনাল্টি থেকে। ৬০ মিনিটে ফেররান তরেসকে ফাউল করেন তসিন। স্পট কিক থেকে ১৪ মাস পর গোলের দেখা পান কুন আগুয়েরো।
৩০ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্র’য়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে লেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি।২৬ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে আছে ফুলহ্যাম।