‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান!’
বক্সিং ডেতে ইতিহাদ স্টেডিয়াম দেখলো এমনই এক উত্তেজনাময় মুহুর্মুহু রং, গতি-প্রকৃতি পালটানো ম্যাচ এবং গোলের বন্যা। লেস্টার সিটির বিপক্ষে শেষ পর্যন্ত ৬-৩ গোলে জিতলো স্বাগতিক ম্যানচেস্টার সিটি, কিন্তু তিন গোলের ব্যবধান সাদা চোখে এটি বলবে না এ কিভাবে ম্যাচের সিংহভাগ সময় পর্যন্ত এই ম্যাচটি ছড়িয়েছে রোমাঞ্চ।
এই ম্যাচটি দেখলে যে কেউ বলবে গোল করা ফুটবলের সবচেয়ে সহজ কাজ। কেভিন ডিব্রুইনা, ইলকে গুন্ডোয়ানের গোল ও রিয়াদ মাহরেজ, রহিম স্টার্লিংয়ের পেনাল্টিতে প্রথমার্ধেই ম্যানসিটি ৪-০ গোলের লিড পায়। তবে প্রথমার্ধ শেষে যারা উঠে গিয়েছেন এই মনে করে যে ‘ম্যানসিটি বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে’ তাঁরাই আসলে মিস করেছেন।
Man City 4-2 Leicester…
55' Kelechi Iheanacho assists James Maddison
59' Kelechi Iheanacho assists Ademola Lookman
Comeback on?! 👀🦊 pic.twitter.com/E8t4XU7TXp
— Statman Dave (@StatmanDave) December 26, 2021
কারণ বিরতির পর প্রবল বিক্রমে ফিরে আসে লেস্টার। জেমস ম্যাডিসন, আদেমোলা লুকম্যান ও কেলেচি ইহেনাচোর গোলে মুহুর্তের মধ্যে ব্যবধান হয় ৪-৩। তখন মনে হচ্ছিলো লেস্টার অসাধারণ একটি ‘কামব্যাক’ এর বীরগাঁথা জন্ম দিতে যাচ্ছে। কিন্তু এমেরিক লাপোর্তে ও স্টার্লিংয়ের আরেকটি গোলে ৬-৩ ব্যবধানে জেতে ম্যানসিটি। লেস্টার অনেক চেষ্টা করেও আর একটি গোলও দিতে পারেনি।
Man City’s top goalscorers in all competitions this season:
🇩🇿 Riyad Mahrez (12)
.
.
.
🏴 Raheem Sterling (7)
🇵🇹 Bernardo Silva (7)AFCON is right around the corner… 👀 pic.twitter.com/bj9Bi4RJYQ
— Statman Dave (@StatmanDave) December 26, 2021