ব্রিসবেনে সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামার আগেই ভারতীয় দলের স্কোয়াড ভেঙ্গে পড়েছিল ইনজুরিতে। অবস্থা এমন যে, ভারতীয় একাদশের সবচেয়ে অভিজ্ঞ পেসার খেলেছেন দুই টেস্ট। তবুও মাঠের খেলায় একটুও ছাড় দেয়নি সফরতরা। প্রথম তিন দিনে তারা লড়েছে সমানে সমান।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল সাড়ে তিনশোর বেশী রান। জবাবে ভারত দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল দুই উইকেটে ৬২ রান নিয়ে। তৃতীয় দিনের শুরুটা ভালো না হলেও বাকি সময় ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর বদলে দিয়েছে প্রেক্ষাপট। একজনের অভিষেক, আরেকজনের ছিল কেবল ১ টেস্টের অভিজ্ঞতা, তবুও গ্যাবায় দলের তরীর হাল ধরেছেন এই দুজনই।
বল হাতে সমান ৩টি করে উইকেট, ব্যাট হাতে দুজনেই করেছেন অর্ধশতক। ভারতীয় ক্রিকেটের পাইপলাইন যে কতো মজবুদ সেটা আঁচ করতে সমস্যা হওয়ার কথা না। প্রথম ইনিংস ভারত তুলেছে ৩৩৬ রান, অস্ট্রেলিয়ার চেয়ে ৩৩ কম।
জশ হ্যাজেলহুডের শিকার পাঁচ উইকেট। অজিরা কোনো বিপদ ছাড়াই শেষ করেছে দিনের খেলা। কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া (১ম ইনিংস): ৩৬৯
ভারত (১ম ইনিংস): ৩৩৬/১০ ( সুন্দর ৬২, শার্দুল ৬৭, হ্যাজেলহুড ২৪.৪-৬-৫৭-৫, মিচেল স্টার্ক ২৩-৩-৮৮-২)
অস্ট্রেলিয়া (২য় ইনিংস): ২১/০ (ওয়ার্নার ২০*, হ্যারিস ১*)
তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৫৪ রানে।