২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

চট্টগ্রামে সৌম্যের পর শুভাগতর সেঞ্চুরি

- Advertisement -

চট্টগ্রামে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে দুর্দান্ত এক শতক তুলে নিয়েছেন ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। নিজের শতক পূরণ করার পথে মধ্যাঞ্চল অধিনায়ক খেলেছেন ১৪১ বল, নাসুম আহমেদকে ডিপ মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে পূরণ করেছেন এই মৌসুমের প্রথম সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা অব্দি শুভাগতর সংগ্রহ ১৩১* রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে এই মৌসুমে তিনটি অর্ধশতক থাকলেও শতকের দেখা পাচ্ছিলেন না জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়। প্রথম দিনের খেলা শেষে অপরাজিত ছিলেন ৬২* রানে, আরেক সতীর্থ সৌম্য সরকার ১২৮* রানে। দ্বিতীয় দিনে দেড়শো পূরণ করতেই প্যাভিলিয়নের পথ ধরেছেন সৌম্য। তবে একপ্রান্ত আগলে রেখে লড়ে গেছেন শুভাগত, তুলে নিয়েছেন শতক।

মধ্যাঞ্চল অধিনায়ক যেভাবে এগোচ্ছেন তাতে করে ইনিংসটা যে অনেক বড়ই হতে পারে তা অনুমান করাই যায়। এই প্রতিবেদন লেখার সময়ে সৌম্য-শুভাগতর সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৪০২ রান। দক্ষিণাঞ্চলের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন নাসুম এবং রিশাদ হোসেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img